৩০ জনের জানাজা সম্পন্ন হয়েছে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি অভিযান-১০’ এ অগ্নিকাণ্ডের ঘটনায়। সার্কিট হাউস মাঠে এ জানাজা সম্পন্ন হয় শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় বরগুনা। জানাজার পর নিহতদের গণকবরে দাফন করা হবে।
৪১ জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত খবর আছে। স্বজনরা তাদের মধ্যে লাশ নিয়ে গেছেন চার জনের রে আরও পাঁচ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। প্রশাসনের কাছে হস্তান্তর করা হয় বাকি ৩২ লাশ। এর মধ্যে দুইজনের লাশ শনাক্ত হয়েছে।জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে ঝালকাঠি জেলা প্রশাসন।এ পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায়।
সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে।
যাত্রীরা জানান, লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। ঝালকাঠি লঞ্চ টার্মিনালের ঠিক আগে গাবখান সেতুর কিছু আগে লঞ্চের ইঞ্জিনরুমে আগুন লেগে যায়। এরপর সেই আগুন পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে
Discussion about this post