নওগাঁর আড়তে মাছের সরবরাহ কমেছে তীব্র শীতে বিল জলাশয় ও পুকুড়ে মাছ ধরা ব্যাহত হওয়ায়।এতে বাজারে বেড়েছে মাছের। দর কেজিতে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে।ক্রেতারা বিপাকে পড়েছেন হঠাৎ মাছের দাম বাড়ায়।
সান্তাহার বাইপাস মাছের আড়তে বিগত ৩ দিন ধরে বরেন্দ্র জনপদে শৈত্য প্রবাহে মাছ ধরা ব্যাহত হওয়ার ফলে এ আড়তে কমেছে মাছের সরবরাহ। এরকারণেই সব ধরনের মাছের দর বেড়েছে কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা।
ক্রেতারা চড়া দামেই কিনছেন রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস ও সিলভার কার্পসহ বিভিন্ন মাছ।
এ বিষয়ে মাছ বিক্রেতারা বলেছেন, মাছের সরবরাহ কম বিধায় রুইয়ের দাম ২২০ টাকা, কাতলের দাম ২৫০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাছের দাম একটু বেশি। আবহওয়ার কারণে চাষিরা বাজারে মাছে তোলে নি।
এ বিষয়ে চাষিরা বলেছেন, শীতের কারণে আমরা মাছের দাম ভাল পাচ্ছি। এমন দাম থাকায় আমরা বর্তমানে কিছুটা হলেও লাভবান হচ্ছি।
ব্যবসায়ী নেতারা বলছেন, বৈরী আবহওয়ায় মাছের দরে প্রভাব পড়েছে। সান্তাহার আড়তের সহ-সভাপতি মো. জিয়াউল হক বলেছেন, বিগত ৫ দিনে শীত বেশি হওয়ার কারণে জেলেরা মাছ ধরতে পারছে না। এর কারণে বাজারে মাছ কম আসছে। এবং দূর-দূরান্ত থেকে যে পাইকাররা মাছ কিনতে আসত, তারাও আসছে কম।
স্থানীয় সমিতির তথ্য মতে, প্রতিদিন সান্তাহার আড়তে ২৫ থেকে ৩০ লাখ টাকার মাছ বেচাকেনা হয়।