পাইকারি বাজারে দাম বেড়েছে কেজিতে ৫ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত বৃষ্টিতে সবজির জমি ক্ষতিগ্রস্ত হওয়ার কারনে।
মুন্সিগঞ্জের শহরের জমিদারপাড়া মোড়েএ এই বাজারে প্রতি কেজি আলু ২০ টাকা, কাটা আলু ৮ থেকে ১৪ টাকা, টমেটো ২০ থেকে ২৫ টাকা, শিম ৪০ থেকে ৪৫ টাকা, কাঁচা মরিচ ৪০ থেকে ৬০ টাকা, ধনেপাতা ১০০ টাকা, বেগুন ৩০ থেকে ৩২ টাকা, নতুন লাউ ৫৫ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ থেকে ৮০ টাকা, মূলা ৫ থেকে ১০ টাকা (প্রতি আটি), পেঁপে ২০ টাকা, ব্রকলি ২০ থেকে ৩০ টাকা (প্রতি পিস), পেঁয়াজফুল ১৫ টাকা (প্রতি আটি), ফুলকপি ২০ থেকে ২৫ টাকা (প্রতি পিস), বাঁধাকপি ২০ থেকে ৪০ টাকা (প্রতি পিস) দরে বিক্রি হচ্ছে।
সরাসরি সবজি নিয়ে আসেন এ হাটে কৃষক জমি থেকে।তাই দামও কিছুটা কম। টাটকা সবজি কিনতে দূরদূরান্তের ক্রেতারা আসেন পুরাতন এ হাটের কদর বেশি।
কৃষক ও পাইকাররা জানিয়েছেন, এখানের শাকসবজিগুলো টাটকা। তাই মানুষ কিনেও শান্তি পাই এবং গৃহস্থও ভাল দাম পাই। ভোর ৪টার থেকে সকাল ৮টা পর্যন্ত এখানে বেচাকেনা হয়। দূর-দূরান্ত থেকে এখানে অনেক ক্রেতা আসেন। চারা যেগুলো রোপন করেছিলাম তা অসময়ের বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। যে কয়েকটা বেঁচে আছে, সেগুলো ভালই বিক্রি হচ্ছে।