হিমশিম খাচ্ছে তুরস্কের অথনীতি পরিকল্পনা করে পাচ্ছেন সমাধান। আরও উস্কে দিচ্ছে মূল্যস্ফীতি আর ক্রমাগত তুর্কী মুদ্রা লিরার মান অবমূল্যায়ন এ সংকটক। এরদোগান সরকার ন্যূনতম মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এমন পরিস্থিতি মোকাবিলায়। সাধারণ মানুষ এই সিদ্ধান্ত নিয়েও হিসাব মেলাতে পারছেন না।
অর্ধেকে নেমে এসেছে তুর্কি মুদ্রা লিরার অব্যাহত দরপতনে ন্যূনতম মজুরি।তাই সরকার ঘোষণা দেই ৫০ শতাংশ মজুরি বাড়িয়ে ৪ হাজার ২৫০ লিরা। এই ঘোষণায় নাগরিকদের খরচের হিসাব মেলাতে হিমশিম অবস্থা।
ব্যবসায়ীরা বলছেন,”পণ্যের দাম ৫০ শতাংশ বাড়িয়ে দিলে ক্রেতারা কিনবেন না। অন্যদিকে মজুরি ৫০ শতাংশ বাড়িয়ে দিতে হবে না হলে কর্মী ছাঁটাই করতে হবে। বস্তুত এতে সংকট আরও বাড়বে।”
১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করে কাতার, যার ফলে লিরার মূল্য ৬ শতাংশ বৃদ্ধি পায় ২০১৮ সালের ১৫ আগস্ট তুরস্কের অর্থনীতিতে। তুর্কি মুদ্রাটির মান মার্কিন ডলারের তুলনায় ৪ মাসের সর্বোচ্চ মূল্যে পৌঁছায় সেই বছরে ২৯ নভেম্বর।৭ দশমিক ০৭৩৮ থেকে ২৯ নভেম্বরে ৫ দশমিক ১৭ এ পুনরুদ্ধার হয়েছে, যা ৩৬ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে ডলারের বিপরীতে।