ক্রমবর্ধমানভাবে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। আবারও নতুন করে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে দেশে দেশে। এতে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।এই কারনেই গত সপ্তাহে তেলের দাম ছিলো নিম্নমুখি। সূত্রে জানা যায় শুক্রবার (১৭ ডিসেম্বর) তেলের দাম আরও কমে গেছে।
রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে তথ্য মতে, ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ১ দশমিক ৫০ ডলার বা ২ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেল প্রতি ৭৩ দশমিক ৫২ ডলারে অবস্থান করছে। এ দিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৫২ ডলার বা ২ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেল প্রতি ৭০ দশমিক ৮৬ ডলারে অবস্থান করছে।
নিউইয়র্কের মিজুহোর এনার্জি ফিউচারের ডিরেক্টর বব ইয়াওগার বলেছেন, কোভিড নিয়ে উদ্বেগ রয়েছে, যা দূর হবে না এবং চাহিদার উপর প্রভাব ফেলতে পারে- এমন ধারণা বাজারে চাপ সৃষ্টি করছে।
সমন্বয় করতে ৩ নভেম্বর সরকার ডিজেল ও কেরোসিনের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির ঘোষণা দেয় আন্তর্জাতিক বাজারে তেলে দাম লাফিয়ে লাফিয়ে বাড়ার কারণে। যা ওই দিন রাত ১২টা থেকে কার্যকর হয়।
ডিজেলের বাজারদর লিটারপ্রতি ১২৪ দশমিক ৪১ টাকা বা ১০১ দশমিক ৫৬ রুপি ছিল গত নভেম্বর ভারতে। ডিজেলের মূল্য প্রতি লিটার ৬৫ টাকা অর্থাৎ ৫৯ দশমিক ৪১ টাকা কম বাংলাদেশে।