আমেরিকার ই-কমার্স সংস্থা অ্যামাজনকে ২০২ কোটি টাকা জরিমানা করেছে ভারতের প্রতিযোগিতা কমিশন। ছাড়পত্র পেতে তথ্য গোপন করার অভিযোগে জরিমানা করেছে ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই)। সিসিআই একইসঙ্গে ফিউচার কুপনস প্রাইভেট লিমিটেডের সঙ্গে আমেরিকার বহুজাতিকের দু’বছরের পুরনো চুক্তিকেও আপাতত স্থগিত ঘোষণা করেছে।
৫৭ পাতার নির্দেশনামায় সিসিআই জানিয়েছে, একাধিক বিধি লঙ্ঘন করে তথ্য গোপন করার কারণে অ্যামাজনের সঙ্গে ফিউচার কুপনসের চুক্তি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত থাকবে। সিসিআই বিধি লঙ্ঘনের ব্যাখ্যা হিসেবে জানিয়েছে, অ্যামাজন ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করে গিয়েছে, যাতে প্রতিযোগিতা কমিশনের ছাড়পত্র মিলতে সমস্যা না হয়। এই কারণে অ্যামাজনকে ২০২ কোটি টাকা জরিমানা করেছে সিসিআই। এই সময়ের মধ্যে সিসিআই ওই চুক্তিপত্র আবার খতিয়ে দেখবে। ততদিন পর্যন্ত চুক্তি স্থগিত।
অ্যামাজনের মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, ‘সংস্থা ভারতের প্রতিযোগিতা কমিশনের এই সংক্রান্ত নির্দেশনামা পড়ে দেখছে। তার পর পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে।’
সিসিআই-এর শুক্রবারের রায়ের পর তা নতুন মাত্রা পেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।আগেই অ্যামাজনের সঙ্গে আইনি যুদ্ধে জড়িয়েছে এক সময়ের অংশীদার ফিউচার।
Discussion about this post