প্রতি বছরের মতো এ বছরও বরিশালে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত হয়েছে অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন—এ স্লোগানকে সামনে রেখে।
বরিশাল বিভাগে সর্বোচ্চ ভ্যাট দেওয়া ৬ প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল হোটেল গ্র্যান্ড পার্কের সাউথ গেট বল রুমে ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে।
সর্ব্বোচ ভ্যাট দেওয়া ৬ প্রতিষ্ঠান হলো—বরিশালের অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস ও নাজেম রেস্তোরাঁ, ঝালকাঠির সাবিহা কেমিক্যাল ওয়ার্কস, পটুয়াখালীর বায়োজেন ফার্মাসিউটিক্যালস, ভোলার শেলটেক সিরামিকস লিমিটেড ও বরগুনার মেসার্স রাব্বানী স্টোর। এসব ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্তারা অতিথিদের কাছ থেকে সম্মাননা ও সনদপত্র গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বোর্ড ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরে ইএফডি মেশিন সরবরাহ করেছে। যার প্রভাব রাজস্ব আহরণের ক্ষেত্রে প্রতিফলিত হচ্ছে।