পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) উদ্যোগ নিয়েছে ৩৫ শতাংশ শেয়ার অতি দ্রুত শেয়ারবাজারে ছাড়ার শেয়ারবাজারকে স্থিতিশীল রাখতে ।
বিএসইসি র্ণাঙ্গ পরিকল্পনা জমা দিতে বলেছে সোমবার (১৩ ডিসেম্বর) দুই স্টক এক্সচেঞ্জের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে আগামী বছর জানুয়ারির ১০ তারিখের মধ্যে দেশের দুই স্টক এক্সচেঞ্জের ৩৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়ার বিষয়ে।
বিএসইসি সূত্রে বলছে , সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত ৩৫ শতাংশ শেয়ার আট বছর ধরে ব্লক হিসেবে পড়ে আছে। এসব শেয়ার পুঁজিবাজারে আনার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকলে তা-ও কমিশনকে জানাতে বলা হয়েছে। স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ বা ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী, এসব শেয়ার সংরক্ষিত করে রাখা হয়েছে।
২০১০ সালে শেয়ারবাজার স্থিতিশীল রাখার জন্য ডিমিউচুয়ালাইজেশনের উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত এ ব্যাপারে বাস্তবিক অর্থে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
দুই স্টক এক্সচেঞ্জের মালিকানাসংক্রান্ত মোট শেয়ার প্রতিষ্ঠান দুটির সদস্যদের মধ্যে সমভাবে বণ্টন করা হয় ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী।
Discussion about this post