আবারও কমছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম। রয়টার্স থেকে জানা যায়,আগের তিন সপ্তাহের ধারাবাহিকতায় শুক্রবারও (১০ ডিসেম্বর) সোনার দাম কমেছে।দেশের বাজারে সোনার দরে এখনও কোনো প্রভাব পড়েনি বিশ্ব বাজারে এ ধারাবাহিক পতনের পরও।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ হ্রাস পেয়ে ১ হাজার ৭৭১ ডলার এবং মার্কিন ফিউচার গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ হ্রাস পেয়ে ১ হাজার ৭৭৩ দশমিক ৩০ ডলারে নেমে এসেছে।
সতর্কতাস্বরূপ বিনিয়োগকারীরা এ সপ্তাহে এখন পর্যন্ত বুলিয়নের দর প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ কমিয়ে দিয়েছে ইউএস কনজিউমার প্রাইস ইনডেক্স রিপোর্ট প্রকাশ এবং পরের সপ্তাহের ফেড নীতি বৈঠক পূর্বের।
তাছাড়া সিলভারের দাম শূন্য দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়ে ২১ দমমিক ৮২ ডলারে নেমে এসেছে যা রূপার দামও এ সপ্তাহে টানা চার সপ্তাহের ধারাবাহিক পতনের দিকে যাচ্ছে।
প্রতি আউন্স ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৩৮ দশমিক ০০ ডলারে অবস্থান করছে আরেক দামি ধাতু প্লাটিনামের দর।
এর আগে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার কারণে দেশের বাজারের সোনার দাম বাড়িয়েছিল।