নাটোরে কমেছে পেঁয়াজের দাম। ৮ থেকে ১০ টাকা কমে এসেছে প্রতি কেজিতে।সল্প পরিসরে কন্দ জাতের পেঁয়াজ বাজারজাত শুরু হওয়ায় নাটোরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম আর নতুন পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে বাজারজাত হলে দাম আরও কমে আসবে বলে ধারণা ব্যবসায়ীদের।
৬৮ থেকে ৭০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হয়েছে গত সপ্তাহে নাটোর জেলার হাটবাজারগুলোতে পাইকারি পর্যায়ে।চলতি সপ্তাহের শুরুতেই পেঁয়াজের দাম কমে ৫৮ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কয়েক দিন ধরে নতুন কন্দ জাতের পেঁয়াজ বাজারে আসতে শুরু করায়।
লোকসানের আশঙ্কা রয়েছেন কৃষকরা মৌসুমের শুরুতেই পেঁয়াজের দাম কমতে থাকায়। কৃষকদের দাবি ত মৌসুমের শুরু থেকে ন্যায্য দাম না পাওয়াতে ওই সময়ও উৎপাদন খরচ ওঠেনি।তারা বলেন,এভাবে যদি পেঁয়াজের দাম কমতে থাকে, তাহলে কৃষকরা পেঁয়াজ চাষ করে মাঠে টিকতে পারবে না। আমাদের যদি ন্যায্য মূল্য দেওয়া হয়, তাহলে বাইরের পেঁয়াজের প্রয়োজন হবে না। নতুন মৌসুমে যে পেঁয়াজটা করব, সে পেঁয়াজের দামটা যাতে ন্যায্য পাই, সরকার যেন সেই ব্যবস্থা করে।