নদ-নদীসহ মুক্ত জলাশয়ের পানি কমে যাওয়ায় জেলদের জালে ধরা পরছে নানান জাতের মাছ। তাদের প্রত্যাশিত অনুযায়ী দাম পাওয়ায় খুশি জেলেরা।মাছের সরবারহ ভালো থাকায় মানিকগঞ্জের শিবালয়ে আরিচা ঘাটের আড়তের পর্যাপ্ত পরিমানের মাছ সংরক্ষণ করা হয়েছে।
পাবদা, রুই, কাতলা, টেংরা, শোল, শিং, বোয়ালসহ নানা প্রজাতির দেশীয় মাছ ছিল চোখে পড়ার মতো। পদ্মা, যমুনা, ইছামতি, ধলেশ্বরীসহ মুক্ত-জলাশয়ের পানি কমে আসায় জেলেদের জালে ধরা পড়ছে মাছ। আর বাজারে ভালো দাম পেয়ে খুশি জেলেরা।
প্রতি কেজি টাটকিনি ৪০০ থেকে ৪৫০ টাকা, কাতল ১৬০ থেকে ১৮০ টাকা, পাবদা ২৮০ থেকে ৩০০ টাকা, শিং ৩০০ থেকে ৩২০ টাকা, গাইরা ৩৫০ থেকে ৪০০ টাকা, কাজলি ৯০০ থেকে ৯৫০ টাকা, বোয়াল ১ হাজার টাকা থেকে ১ হাজার ৫০ টাকা, আড়ইকাটা ৮০০ থেকে ৯০০ টাকা, পাঙাশ ৯০০ থেকে ১ হাজার টাকা, বাগাইড় ৮০০ থেকে ৮৫০ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে।