কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি সংসদ সদস্য এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে। এমিরেটস এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে দুবাইতে ফেরত পাঠিয়েছে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি ডাঃ মুরাদ হাসান কে টরেন্টোর পিয়ারসন এয়ারপোর্ট থেকে।বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্যের জন্য উঠেছেন তর্কবিতর্কে।
বাংলাদেশে নারীদের হয়রানি, অপমান, এবং নির্যাতনের কারণে , তাকে ইমিগ্রেশন জিজ্ঞাসা করে। সেই সঙ্গে বিভিন্ন ভিডিও, ছবি ও সংবাদ এর বিষয়ে জানতে চাওয়া হয় বিতর্কিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ আমিরাতের একটি ফ্লাইটে শুক্রবার স্থানীয় সময় ১.৩১ মিনিটে টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর।
এবং তিনি কি কারনে কানাডায় এসেছেন জানতে চাওয়ায়, কোন যুক্তি যুক্ত কারণ দেখাতে ব্যর্থ হয়। এবং তার সরকারী ও ব্যক্তিগত পাসপোর্ট জটিলতার বিষয়ে ও কানাডা ইমিগ্রেশন জানতে চাইলে, কোন সঠিক উত্তর দিতে না পারায়, তাকে – কানাডা পিয়ারসন এয়ারপোর্ট হতে ফেরত পাঠানো হয়।