এসেনসিয়াল ড্রাগস, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি (বিটিসিএল) ও বাংলাদেশ বিমানসহ সরকারি ১৭ কোম্পানিকে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম জানিয়েছেন,”বুধবার বিএসইসি’র পক্ষ থেকে কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক বরাবর চিঠি দেওয়া হয়েছে। ১৭টি কোম্পানিকে চিঠি দেওয়া হয়েছে, যাতে শেয়ার অথবা মূলধন ইস্যুর মাধ্যমে কোম্পানিগুলোর মূলধন বৃদ্ধি করতে পারে।”
এসেনসিয়াল ড্রাগস কোম্পানি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি, কর্ণফুলী পেপার মিলস, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, এলফি গ্যাস, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি (জিটিসিএল), জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম, সিলেট গ্যাস ফিল্ডস, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ, প্রগতি ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ক্যাবল এবং হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানি বরাবর বিএসইসি কর্তৃক চিঠি দেওয়া হয়েছে।