সুতার দাম বেশি থাকায় লোকসানের মুখে তাঁতিরা। পুঁজি হারিয়ে অনেক তাঁত বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ মালিকদের। এদিকে ব্যবসায়ী সমিতি নেতার দাবি, সরকারি সহায়তা না পেলে হারিয়ে যাবে শিল্প। কাঁচামালের এমন লোকসানের কারনে হারাতে বসেছে তাঁত শিল্প।
এ বিষয়ে তাঁতি ও ব্যবসায়ীরা বলেছেন, লোকসানে রয়েছি। এখন ব্যবসা বাণিজ্য নেই। সুতার দাম বেশি। তাই কাপড়ের দাম বেশি। ক্রেতা এসে ঘুরে যায়। হাটে যে কাপড় নিয়ে আসি তা বিক্রি হয় না। অন্যসব জিনিসের দাম বেশি, কিন্তু কাপড়ের দাম কম বলে তারা জানিয়েছেন।
এই তাঁতশিল্প বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের দ্রুত ক্ষতিগ্রস্ত তাঁতিরা স্বল্প সুদে সরকারি সহায়তা না পেলে।
এ বিষয়ে করটিয়া পাইকারি শাড়ি কাপড়ের হাট ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. জিন্নাহ মিয়া বলেছেন, অনেক তাঁত বন্ধ হয়ে গেছে। সুতার দাম বৃদ্ধির কারণে তাঁতিদের কাপড়ের দাম বৃদ্ধি করতে হচ্ছে। এই কাপড়ের দাম বৃদ্ধির কারণেই অনেক ক্রেতা কমে গেছে। যেখানে অনেক ক্রেতা ছিল করটিয়া হাটে, এখন অনেক ক্রেতা আসে না।