মানুষ নতুন করে দরিদ্রতার শিকার হচ্ছেন যার কারণ হিসেবে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের এক গবেষণা বলছে। দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসায় নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ।বিশেষজ্ঞরা বলছেন শুরুতেই রোগ নির্ণয় করতে না পারা, প্রয়োজনীয় ওষুধ আর পরীক্ষা-নিরীক্ষার অতিরিক্ত মূল্যের কারণে এমনটাই হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সব মানুষকে স্বাস্থ্যবিমার আওতায় আনতে কাজ শুরু করেছেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন, দীর্ঘমেয়াদি যারা রোগে ভোগেন, তাদের অনেক খরচ হয়ে যায় পরে আর তারা চিকিৎসাসেবা চালাতে পারে না। এখানে একটা বড় ফান্ড দরকার। এই নতুন ফান্ড গড়ে তোলার জন্য নিয়মকানুন তৈরি করতে হবে।
এ ব্যাপারে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেন, দেশের সব মানুষ বিমার মধ্যে আসবে, এই ফান্ডটা তার সাহায্যকারী হিসাবে কাজে লাগতে পারে। আর বিমাটা এগিয়ে নেওয়া খুবই জরুরি। আর সেটা নিয়ে আমরা কাজ শুরু করব।
বাংলাদেশে কিডনি আর ক্যানসারের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হওয়ার সংখ্যাই বেশি।