আরব নিউজের তথ্য অনুযায়ী জানা যাই,বাংলাদেশ থেকে প্রায় ৫০ হাজার নারী শ্রমিক জর্ডানের বিভিন্ন পোশাক কারখানায় কাজ করছে।অপর দিকে বাংলাদেশ দূতাবাস বলছেন বর্তমানে ৪৭ হাজার কর্মী জর্ডনের ভিবিন্ন স্থানে গার্মেন্টস কর্মী হিসেবে নিয়োগ রয়েছেন।
বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান এবং সেবা বিভাগের কোম্পানি সেক্রেটারি মো. আব্দুস সোবহান বলেন,জর্ডানের পোশাক কারখানায় কাজ করে একজন নারী প্রতি মাসে ২৬০ ডলার থেকে ৩৬০ ডলার পর্যন্ত উপার্জন করতে পারে। বাংলাদেশি নারীদের জন্য অর্থ উপার্জনের এটি একটি দারুণ মাধ্যম।
বাংলাদেশের পোশাক কারখানায় কাজ করার অভিজ্ঞতা থাকলেই একজন নারী জর্ডানে চাকরি পাওয়ার সুবিধা গ্রহণ করতে পারে।বাংলাদেশে যেখানে একজন নারী পোশাক কারখানায় কাজ করে প্রতি মাসে গড়ে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা করে পাচ্ছে, সেখানে একই অভিজ্ঞতায় জর্ডানের পোশাক কারখানায় কাজ করে বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করা সম্ভব।
এ ব্যাপারে ব্র্যাকের অভিবাসন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, জর্ডানে আরও নারী কর্মী পাঠানোর ব্যাপারে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সাথে কাজ করছে ব্র্যাক। বাংলাদেশের নারীদের স্বনির্ভর হওয়ার জন্য জর্ডানের পোশাকখাতে কাজ করা একটি বড় সুযোগ বলে মনে করেন শরিফুল হাসান।
তিনি আরও বলেন, ‘আমাদের উচিত অভিবাসন বাজার সম্পর্কে দেশের প্রান্তিক মানুষদেরকে আরও সচেতন করে তোলা।’
Discussion about this post