বাজারে এখনো উঠেনি মটরশুটি। ভারত থেকে আমদানি হচ্ছে শীতকালীন সবজি মটরশুটি। এসব মটরশুটি সরবরাহ হচ্ছে ঢাকা সিলেটসহ বিভিন্ন জেলা শহরে।
দেশের বাজারে মটরশুটি উঠতে এখনও মাসখানেক বাকি। তবে চাহিদা থাকায় মটরশুটি ভারতের আসানসোল অঞ্চল থেকে আমদানি হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে। এসব মটরশুটি যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এবং ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ভারতীয় একটি মিনি ট্রাকে ২ হাজার ৬৫০ কেজি মটরশুটি আমদানি হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এ বন্দর দিয়ে প্রথম আরেকটি ভারতীয় ট্রাকে ২ হাজার ৭৫০ কেজি মটরশুটি আমদানি হয়েছে।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মর্কতা এসএম নুরুল আলম খান জানিয়েছেন, র্দীঘ এক বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে মটরশুটি আমদানি শুরু হয়েছে। পণ্যটি শুল্কায়ন শেষে দ্রুত ছাড় করা হচ্ছে, যেহেতু এটা কাঁচামাল এবং আমদানিকারকরা যাতে দ্রুত বাজারজাত করতে পারেন। গত দুই দিনে এ বন্দর দিয়ে ভারতীয় দুই ট্রাকে ৫ হাজার ৪০০ কেজি মটরশুটি আমদানি হয়েছে।