তেলের মূল্য নিয়ে চলছিল কয়েকদিন থেকে আলোচনা সমালোচনা এবং কি বিশ্ব বাজারে মূল্য বৃদ্ধির কারণে বাড়ানো হয়েছে ডিজেল ,অকটেল,কেরোসিন। এবার কমতে শুরু করেছে সব কিছু বাড়িয়ে দেওয়ার এই মহা মূল্যবান জ্বালানি
বিশ্ব জুড়ে জ্বালানি তেলের দাম একদিনেই কমে গেছে শতকরা ১০ ভাগের বেশি। ব্যারেলপ্রতি এই দরপতন প্রায় ১০ ডলার। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন গার্ডিয়ান। এতে বলা হয়, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এরই মধ্যে বিশ্বের দেশে দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাজারে এর প্রভাব পড়েছে। গত বছর এপ্রিলে করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট আতঙ্ক সৃষ্টি হয়।
তারপর থেকে তেলের এটাই একদিনে সর্বোচ্চ দরপতন। নতুন ভ্যারিয়েন্টকে ‘সবচেয়ে উদ্বেগের’ উল্লেখ করা হয়েছে।
এর ফলে শুক্রবার ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশ তাৎক্ষণিকভাবে ভ্রমণ বিষয়ে বিধিনিষেধ আরোপ করে। ফলে শুক্রবার বিকেলে প্রতি ব্যারেল অশোধিত ব্রেন্ট তেলের দাম ৮.৭৭ ডলার কমে গিয়ে দাঁড়ায় ৭৩.৪৫ ডলার। এই দরপতন শতকরা কমপক্ষে ১০.৭ ভাগ। যুক্তরাষ্ট্রে প্রতি ব্যারেল তেলের দাম কমে যায় ৯.১২ ডলারের বেশি।
এইদিকে দেশের বাজারে তেলের মূল্যের বৃদ্ধির অজুহাতে বেড়ে যাওয়া পণ্য গুলো যেনো সাধারণ জনগণের লাগালের বাহিরে। নিত্য পণ্যের বাজার থেকে শুরু করে পরিবহন সেক্টর পর্যন্ত অজুহাতের শেষ নেই গুনতে হচ্ছে বাড়তি টাকা।
Discussion about this post