চড়া বিক্রি হচ্ছে ইলিশ মাছ। মুন্সিগঞ্জে পদ্মা তীরের মাওয়া মৎস্য আড়তে ইলিশের সরবরাহ কম। যার কারণ হিসেবে আড়তদারা দায় করছেন কারেন্ট জালকে। নর ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ টাকা কেজ দরে।
ভোর থেকেই ইলিশ নিয়ে কর্মযজ্ঞ শুরু হয় মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে। কেনার জন্য এখানে ভিড় করেন দূর-দূরান্তের পাইকাররাও। তবে ছুটির দিনে শুক্রবার (২৬ নভেম্বর) এসে নিরাশ হয় অনেকে।
ক্রেতারা বলছেন ,বর্তমান বাজারে ইলিশের দাম চড়া। ক্রেতারা বেশি দাম দেখে ফিরে যাচ্ছে। সংশ্লিষ্টরা অভিযোগ করেন, কারেন্ট জালের কারণে ইলিশ পাওয়া যাচ্ছে না। বাজারে যা ইলিশ পাওয়া যাচ্ছে তা পদ্মার না বরং সমুদ্রের বলে অভিযোগ করে অনেক ক্রেতা।
বাজার ঘুরে দেখা যায়, পদ্মার ইলিশের পাইকারি দর কেজিপ্রতি বড় ইলিশ ১৫শ’ টাকা, এক কেজি ওজনের ইলিশ ১১শ’ থেকে ১২শ’ টাকা দামে বিক্রি হচ্ছে।
এ ছাড়াও ৪শ’ থেকে ৮শ’ গ্রাম ওজনের ইলিশ ৫শ’ থেকে ৮শ’ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে বলে জানায় বিক্রেতারা।