সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শারীরিক সক্ষমতার পরীক্ষার পর লিখিত পরীক্ষার মাধ্যমে ২৮৫ জনকে লিখিত পরিক্ষার জন্য বাছাই করা হয় পরিক্ষার বাছাই হোন ১১০ জন। ১১ দিনের এই প্রক্রিয়া শেষে বুধবার ১১০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয় মেধা ও যোগ্যতার ভিত্তিতে এবং কোটা মিলিয়ে ৫জন নারী কন্সট্রেবল এবং ২৫ জন পুরুষ কনস্টেবল পদ চুড়ান্ত করা হয়। কোনো ধরনের ঘুষ বা অনৈতিক সুবিধা ছাড়াই পুলিশ নিয়োগের যে ঘোষণা দেয়া হয়েছিল তার বাস্তবায়ন করে।মেডিকেল এবং পুলিশ ভেরিফিকেশন সম্পর্ণ হলেই পাবে নিয়োগ পত্র।
বুধবার রাতে পুলিশ লাইনসে ফলাফল হাতে পেলেই খুশিতে আত্মহারা উর্ত্তীনরা। তারা বলেন যোগ্যতার কারণে চাকরি পেয়ে আনন্দিত অভিবাবকরাও ।
কর্তৃপক্ষ জানাই নিয়োগ প্রাপ্তিকে কেন্দ্র করে দালাল পাঁচ ব্যক্তির কাজ থেকে ৬ লাখ টাকা গ্রহণ করে। সেই পাঁচজনের কারোই চাকরি হয়নি। পরে ওই দালালকে গ্রেপ্তার করা হয়।আবেদন করেছেন ১০০০ জন পুরুষ এবং ১৪৩ জন নারী আবেদন করেন।