আবারো আলোচনা সমালোচনায় ন্যাশনাল ব্যাংক। আজ সকালে ব্যাংকে গিয়ে অপ্রত্যাশিত পরিস্থিতির শিকার হওয়ার কারণেই পদত্যাগ। সিকদার পরিবারের নিয়ন্ত্রণে থাকা বেসরকারি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আবদুল বারী।ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে সৈয়দ রইস উদ্দিনকে। তিনি ন্যাশনাল ব্যাংকের ডিএমডি পদে দায়িত্ব পালন করছিলেন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ন্যাশনাল ব্যাংকের পরিচালক রন হক সিকদারের সঙ্গে বিরোধের জের ধরে আবদুল বারী এমডি পদ থেকে পদত্যাগ করেছেন। ইতোপূর্বে ব্যাংকটির একাধিক এমডি অপ্রত্যাশিত ও বিব্রতকর পরিস্থিতির শিকার হয়ে পদত্যাগে বাধ্য হয়েছিলেন। আবদুল বারীর ক্ষেত্রেও তেমনটিই ঘটেছে বলে জানা গেছে।
এই বিষয়ে আব্দুল বারী সাথে কথা বলতে চাইলেযোগাযোগ করা সম্ভব হয়নি।