বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান মনে করেন কৃষিভিত্তিক ব্যবসা, ডিজিটাল অর্থনীতি ও সবুজ অর্থায়ন—এই তিন খাত নতুনভাবে দেশি ও বিদেশি বিনিয়োগ আনবে। রাজধানীর একটি হোটেলে ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সমৃদ্ধি ও অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষিতে বিনিয়োগের এখন অবারিত সুযোগ। আমরা দেশে বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছি যাতে করে শুধু দেশি উদ্যোক্তাই নন, পাশাপাশি বিদেশি উদ্যোক্তারাও বিনিয়োগ করতে পারেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহিরয়ার আলম বলেন, ‘বর্তমানে জাপান, চীন, ভারতে প্রচুর রপ্তানির সম্ভাবনা রয়েছে। এটিকে কাজে লাগাতে হবে। সেই সঙ্গে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার সে প্রচেষ্টা অব্যাহত। ঠিক একইভাবে আমরা আশা করছি নতুন এই খাতেও আমরা এগিয়ে যাব। দেশি-বিদেশি ব্যাপক বিনিয়োগ পাব।’