দিনাজপুরের হিলিতে দেশীয় মরিচের সরবারহ বাড়ায় দাম কমেছে কাঁচামরিচের।পাইকারি দামে ১৫ টাকা কমেছে পাঁচদিনের ব্যবধানে। পাইকারি দাম ১৫ টাকা কমে ৫০ থেকে ৩৫ টাকা হয়েছে। অপরদিকে খুচরা মূল্য ৬০ টাকা থেকে ৪৫ টাকা হয়েছে। এতে যেন কিছুটা হাফ ছেড়ে উঠেছে সাধারণ জনগণ। এইদিকে দেশীয় মরিচের দাম কম থাকায় ভারত থেকে আমদানি করা হচ্ছে না কাঁচামরিচ।
ক্রেতারা জানান, যে কাঁচামরিচ কয়েকদিন আগে ১০০-১২০ টাকা উঠে গিয়েছিল, সেই কাঁচামরিচ এখন কমে ৪৫ টাকায় নেমেছে।বাজারে সব জিনিসের দাম যখন ঊর্ধ্বমুখী, সে সময় কাঁচামরিচের দাম কমায় আমাদের মতো নিম্ন আয়ের মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।
আবহাওয়া অনেকটা ভালো হওয়ায় কাঁচামরিচের উৎপাদন বেড়েছে যার কারণে দাম কমছে দেশীয়ও কাঁচামরিচের।
আমদানিকারকরা জানান , দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হচ্ছিল। কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচ উঠতে শুরু করায় বাজারে সরবরাহ বেড়েছে। দাম কমে এখন ৩৫ টাকায় নেমে এসেছে। ফলে লোকসানের আশঙ্কায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ রেখেছি।