উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর শালিপুর সংলগ্ন পদ্মা নদী থেকে মিলল ২০ কেজি ওজনের কাতল মাছটি জেলেদের জালে ধরা পড়ে। ২২ হাজার টাকায় কিনে নেন হরিরামপুর ইউনিয়নের ছমির ব্যাপারীর ডাঙ্গী গ্রামের বাসিন্দা ।
পাবনা জেলার বেড়া উপজেলার বাসিন্দা রবি হালদার নামের এক জেলের জালে বিরাট আকারের এ মাছটি ধরা পড়ে।
রবি হালদার জানান, এই সময়ে পদ্মা নদীর চরভদ্রাসন অংশে বড় বড় আকৃতির পাঙ্গাস, কাতল, বাঘাইড়, ডাই মাছ ধরা পড়ে। ওই মাছের আশায় আমরা ঘর বাড়ি ছেড়ে এই এলাকায় এসে মাছ শিকার করি। তিনি বলেন, অনেকদিন পর বড় আকৃতির একটি কাতল ধরতে পেরে খুব আনন্দ লাগছে।
শনিবার ভোর রাতে মাছটি জেলের জালে ধরা পড়ে। সকাল সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ বাজারের আসেন জেলে রবি হালদার। হাজীগঞ্জ বাজারে মাছের আড়তদার শিবু মন্ডলের আড়তে এনে মাছটি রাখা হয়। ওই আড়ত থেকে মাছটি ১৮ হাজার ৫০০ টাকা দিয়ে কিনে নেন মাছ পাইকারি মাছ ব্যবসায়ী গোপাল মন্ডল। পরে গোপাল মন্ডলের কাছ থেকে ক্রেতা আব্দুর রব ব্যাপারী ওই মাছটি কিনে নেন ২২ হাজার টাকা দিয়ে।