চট্টগ্রাম নগরীর মুরাদপুর মির্জাপুল এলাকায় ফুটপাত এর ভাসমান বাজার থেকে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে প্রকাশ্য কোপাকুপি করল ছাত্রলীগ কর্মী।
গত বুধবার ১৭ নভেম্বর বিকাল ৪ টায় প্রকাশ্য সড়কে আরিফ নামে ছাত্রলীগ কর্মীকে চাপাতি দিয়ে কোপান মহানগর ছাত্রলীগের সদস্য ওয়াহিদ আলম । স্থানীয় মানুষের সূত্র মতে জানা যায়, মির্জাপুল এলাকার বাজারে বেশ কয়েক বছর ধরে এককভাবে চাঁদাবাজি করে আসছিলেন আরিফ। মহানগর ছাত্রলীগের কমিটিতে সদস্য হিসেবে ঢোকার পর থেকে আরিফের আধিপত্যে ভাগ বসাতে থাকে ওয়াহিদ।
ওয়াহিদ তার গ্রুপসহ চাঁদা তুলতে আসলে দোকানিরা চাঁদা দিতে অস্বীকৃতি জানাই। এর পর ফুটপাতের দোকানে ভাংচুর চালালে আরিফ এসে প্রতিবাদ জানায়। এক পর্যায়ে কথা কাটাকাটির সময়, ওয়াহিদ চাপাতি দিয়ে এলপাথারি কোপাতে থাকে ইমনকে। এরপর ও রাগ না কমায় বেশ কয়টি ইট দিয়ে আরিফের মাথায় ক্ষতবিক্ষত করতে দেখা যায়।
ঘটনার পরদিন মূল হোতা ওয়াহিদকে তার দুই সহযোগী নয়ন ও আকাশসহ আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টায় মামলা হয়েছে বলে জানান পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। দিঘিদিন যাবত ফুটপাত দখল উচ্ছেদ অভিযান চালাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পরেশন সেখানে ফুটপাত এর ভাসমান দোকান কে কেন্দ্র করে দিনেদুপুরে চলছে কোপাকুপি।
Discussion about this post