হবিগঞ্জে সবজির সবচেয়ে বড় বাজার বসে কোর্টস্টেশন এলাকার চাষি বাজারে।অন্যান্য বাজারের তুলনায় এ বাজারে সরবরাহ বেশি ও দাম কম। ভোর ৫টা থেকে ৯টা পর্যন্ত চলে বেচাকেনা। তবে স্থান সংকুলানের অভাবে কেনাবেচায় সমস্যা হয় বলে জানান আড়তদাররা। আর দাম কমতে শুরু করেছে বলে জানান কৃষকরা।
সবজি ব্যবসায়ী, কৃষক এবং আড়তদারদের সঙ্গে কথা বলে জানা যায়, এখান থেকে ব্যবসায়ীরা কম দামে সবজি কিনে খুচরা বাজারে নিয়ে যায়। তবে জায়গা ছোট হওয়ায় তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানায়।
এ ব্যাপারে চাষি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসভাপতি সফিক মিয়া সময় সংবাদকে বলেন, “এখানে আমাদের বাজারের জায়গাটি অনেক ছোট। আমরা সরকারের কাছে অনুরোধ করছি আমাদের বাজার সম্প্রসারণ করার জন্য।” পরিকল্পিতভাবে উন্নয়ন করা হলে আরও বেশি ক্রেতা-বিক্রেতা আসবেন বলে মনে করেন ব্যবসায়ী সমিতির এ কর্মকর্তা।
চলতি মৌসুমে হবিগঞ্জের ১৬ হাজার হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৬৮ হাজার মেট্রিক টন।