ফিলিপাইন এর নাগরিক এইবারের ইউপি মেম্বার। পুরো নাম জীন ক্যাটামিন পেট্রিয়াকা। মুসলিম ধর্ম গ্রহণ এর পর নাম হয় জেসমিন আক্তার জুলহাজ। মাইক প্রতীকে সাড়ে চার হাজার ভোট পেয়ে রাধাকানাই ইউপি, ফুলবাড়িয়ার ইউপি মেম্বার।
যুবক বয়সে কাজের কারনে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর গেলে জুলহাজ উদ্দিন এর সাথে পরিচয় হয় এই ফিলিপাইন নারীর। পেট্রিয়াকা তখন পড়ালেখা করতো সিঙ্গাপুর এর নাম করা বিশবিদ্যালয়ে। প্রথমে বন্ধুত্ব এর পর প্রনয়। পরিবার কে বুঝিয়ে চলে আসে জুলহাজ এর এর টানে। ২০১০ সালে পারিবারিকভাবে বিয়ের পর তিনি খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন জেসমিন আক্তার জুলহাস। দশ বছর যাবত বাস করছে ময়মনসিংহ এর রাধাকানাই ইউনিউন এর দবরদস্তা গ্রামে।
বাংলাভাষা বলেতে না পারলেও বুঝতে পারে মানুষের কষ্ট। তাই মাইক মার্কা প্রতীকে প্রথমবার এই ৪৫০০ ভোটে বিজয়ের আসন লাভ করে। যেখানে, তার প্রতিধন্দি পেয়েছিল মাত্র দুই হাজার এর ও কম। ক্যাটামিন পেট্রিয়াকা পেয়ে আন্দিত রাধাকানাই ইউনিয়ন এর বাসিন্দারা।
পেট্রিয়াকা ও তার স্বামী জুলহাজ উদ্দিন এর ঘরে দুই সন্তান। মানিয়ে নিয়েছে গ্রামীন জনজীবন এর সাথে। উল্লেখ গ্রামবাসীর অনুরোধে তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে রাধাকানাই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর পদে বিপুল ভোটে বিজয়ী হন।