শুক্রবারে বরিশালে বাবলু মাঝি নামের একজন হামলাকারী সন্ত্রাসী মসজিদের ইমামকে ধারালো রামদা দিয়ে মো. ইয়াকুব আলী (৪৫) নামে এক মসজিদের ইমামের হাত কেটে দিয়েছেন । এসময় ওই ইমামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে তার বাম হাত কেটে নেওয়া হয়। একইসঙ্গে তার অপর হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ঘটনায় হামলাকারী সন্ত্রাসী বাবলু মাঝিকে ধারালো রামদাসহ গ্রেপ্তার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।ইয়াকুব আলী পশ্চিম ইসলামপুর জামে মসজিদের ইমাম। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান।
তিনি জানান ,ন, শুক্রবার রাতে ইমাম মো. ইয়াকুব আলী ওই মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাবলু মাঝি ধারালো অস্ত্র নিয়ে ইমামের ওপর হামলা চালায়। হামলায় ইমামের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান হাতেরও দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় আহত ইয়াকুব আলীকে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে সড়ক পথে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান ওসি।