মাদারীপুর কাঁচাবাজারে পাইকারিভাবে কেজিপ্রতি শিম ৫০ টাকা, ফুলকপি ৫০ থেকে ৫৫ টাকা, বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা, কাঁচামরিচ ৮০ থেকে ৮৫ টাকা, আলু ২০ থেকে ২৫ টাকা, মূলা ৩০ থেকে ৩৫ টাকা, কুমড়া ২৫ থেকে ৩৫ টাকা, পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা, আদা ৭০ থেকে ৯০ টাকা, পটোল ২৫ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাদারীপুর শহরের পুরানবাজারের কাঁচাবাজার আড়তে প্রতিদিন কয়েক কোটি টাকার নিত্যপ্রয়োজনীয় শাকসবজি কেনাবেচা হলেও বর্তমান চিত্র ভিন্ন। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারে কমেছে পাইকারদের সংখ্যা। এতে সপ্তাহের ব্যবধানেই দাম আকাশচুম্বী। লাউ, কুমড়া, শিম, মূলা, আলু, পেঁয়াজসহ প্রায় সব সবজিতে দাম বেড়েছে দ্বিগুণ।
দাম বাড়ার বিষয়ে বাজারের সবজির বিক্রেতারা বলেছেন, প্রতি ট্রাকে ৫ থেকে ৬ হাজার টাকা ভাড়া বেড়ে গেছে। এ দিকে দ্রব্যমূল্যের দাম তো বেশি, এর জন্য কেনাবেচা একটু কম। তেলের দাম বাড়ার পর সব কিছুর দাম বেড়ে গেছে বলে জানিয়েছেন তারা।
সবজির দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বাজার তদারকিতে কোনো ব্যবস্থা না থাকায় যে যার মতো দাম হাঁকাচ্ছেন। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।