আজ (১১নভেম্বর) দ্বিতীয়দফায় চলছে চট্টগ্রামের তিন উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন।
ফটিকছড়ি উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে নিবাচন হচ্ছে মোট ১১টিতে। যার মধ্যে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে ২ ইউনিয়ন ভক্তপুর ও লেলাং ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। আব্দুল্লাহপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না।
১১টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ২৬ জন। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৬ হাজার ৩৬৫ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ২৭৪ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬৪ হাজার ৯১ জন।
অন্যদিকে, সীতাকুণ্ড উপজেলায় ৯টি ইউনিয়নের ৪টি তে ভোট গ্রহন হচ্ছে। যার মধ্যে রয়েছে বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, বারৈয়াঢালা, ছলিমপুর। চেয়ারম্যান পদে নির্বাচন হওয়া ৪টি ইউনিয়নের মোট প্রার্থীর সংখ্যা ৯ জন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৯৮৯।
মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ১৩টিতে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে অন্যান্য পদে নির্বাচন চলছে । চেয়ারম্যান পদে নির্বাচন হওয়া ৩টি ইউনিয়নের মোট প্রার্থীর সংখ্যা ৯ জন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৭৩৬ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৬০ হাজার ৪২৬ জন এবং মাহিলা ১ লাখ ৫৩ হাজার ৩১০ জন।