দ্বিতীয়দফায় সারাদেশে উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে রেব,পুলিশ,বিজিবি আনসারের উপস্থিতিতে দ্বিতীয় ধাপের নির্বাচন সম্পূর্ণ হয়েছে । সকাল থেকে বেলা বাড়া সাথে সাথে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেলেও বেলা ১২টার পর থেকে বিভিন্ন জেলায় বিভিন্ন কেন্দ্রে ও ইউনিয়নের সংঘর্ষ।নানান অনিয়ম ও কেন্দ্র দখল খবর পাওয়া যায়। এই দিকে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যদের যাওয়া নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হলেও সে বিষয়ে তোয়াক্কা না করেই কেন্দ্র পরিদর্শনে করছেন এমপি মমতাজ বেগম।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শনে আসেন মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।
এমপি মমতাজ বেগম বলেন, প্রশাসনের সঙ্গে আলাপ করেই আমি এখানে এসেছি। তারা বলেছে আপনি যেতে পারেন।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ইউপি নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যদের যাওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।
সারাদেশের মতো তৃতীয় ধাপের খুলনায় উপজলার নির্বাচনের সংঘর্ষের কোনো খবর পাওয়া না গেলেও নারী ভোটার সংখ্যা উপস্থিতি লক্ষ্য চোখে পরার মতো।
নরসিংদীর রায়পুরায় ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘর্ষে মোট তিনজন নিহত হয়েছেন।
কুমিল্লার মেঘনা উপজেলার মানিকচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা চালিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হারুন অর রশীদের লোকজন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ হামলা চালানো হয়। হামলায় শাওন নামে একজন নিহত হন। এছাড়া নাজমুল ও জের মিয়াসহ ৮-১০ জন আহত হয়েছেন।
এই দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে আক্তারুজ্জামান পুতু নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে খুরুশকুল ইউনিয়নের তেতৈয়ায় ঘটনাটি ঘটে।
নরসিংদীর রায়পুরায় ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘর্ষে মোট তিনজন নিহত হয়েছেন।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে পুলিশের সাথে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর লোকজনের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছে।
এইদিকে সীতাকুণ্ডের জোরামতলে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ খবর পাওয়া গেছে।
এইদিকে খাকড়াছড়িতেও নির্বাচনের সংসিহতার ঘটনার খবর পাওয়া গেছে । খাগড়াছড়ির মাটিরাঙ্গা তবলছড়ি ইউপির ১নং ওয়ার্ডে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ করেছে প্রার্থী আবুল কাশেম ভূঁইয়া।
ফটিকছড়িতে ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালে লেলাং ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মোহাম্মদ শফি নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের চান্দাই উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রে নৌকা ও চশমা প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।
ভূরুঙ্গামারীতে প্রতিটি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।জামালপুরের মেষ্টা ইউনিয়নে ব্যালট পেপার ও ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শ্রীনগর সদর ইউনিয়নের আরদিপাড়া দিঘীরপাড় শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারায় সন্তোষ প্রকাশ করছেন ভোটাররা।
এইদিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হাতপাখার প্রার্থী সজিব মাহমুদ ও স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন ভোট বর্জন করেছেন। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেন তারা।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ নির্বাচনে সবসময় একটু ঝগড়াঝাঁটি হয়েই থাকে।প্রধানমন্ত্রী স্পষ্ট বলে গেছেন- সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের নিরাপত্তা বাহিনীকে যাতে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়, সেটিই করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য তারা কাজ করে যাচ্ছেন।