ডিজেল ও ক্যেরসিন এর পর দাম বেড়েছে এলপিজি গ্যাসে সিলেন্ডার এর দাম। গত বৃহস্পতি বার ১২ কেজি সিলন্ডার এর দাম ৫৪ টাকা বাড়িয়ে ১৩১৩ টাকা নিধারন করা হয়ছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাজধানীর কাওরান বাজারে বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয়।
গেল এপ্রিল থেকে দাম নিধারন করে আসছে এনার্জি রেগুলেটরি কমিশন। গ্যাসে সিলেন্ডার এর দাম বেড়ে যাওয়ার কারনে খুচড়া বিক্রেতা সহ ক্ষুদ্র খাবার দোকানিরা পরেছে সমস্যায়। ডিজেল এর দাম বাড়াই সিলেন্ডার বিক্রয় দামে প্রভাব পরতে পারে এমনটাই ভাবছে সিলেন্ডার বিক্রেতারা।
প্রসঙ্গত, অক্টোবরে এলপিজি মুসকসহ প্রতি কেজি ৮৬ টাকা ৭ পয়সা থেকে বাড়িয়ে ১০৪ টাকা ৯২ পয়সা করেছিল বিইআরসি। এর ফলে ১২ কেজির সিলিন্ডারের দাম অক্টোবর মাসে এক হাজার ৩৩ টাকা থেকে বেড়ে এক হাজার ২৫৯ টাকা হয়।