ঝিনাইদহ জেলা শহরের নতুন হাটখোলা পাইকারি বাজারে ভোর থেকেই আসতে শুরু করে নানা রকমের সবজি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে সরগরম হয়ে ওঠে বাজার।
গত কয়েক দিনে সরবরাহ কম থাকায় বেড়ে গেছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ সবজিই কেজিতে ৫ থেকে ১০ টাকা করে দাম বেড়েছে। এতে কৃষকরা খুশি হলেও হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ।
ঝিনাইদহে বেড়ে গেছে সব সবজির দাম। সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে সবজি বিক্রি হচ্ছে প্রকারভেদে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা বেশি দরে। এতে চাষিরা খুশি হলেও নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। ব্যবসায়ীরা বলেছেন, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তবে নতুন সবজি উঠলে কমে যাবে দাম।
এ বিষয়ে কৃষকরা বলেছেন, বৈরী আবহওয়ার কারণে সবজি নষ্ট হয়ে গেছে, তাই বর্তমানে এখন সব সবজির দাম বেশি। আমরা সবজির মূল্য ভালো পাচ্ছি। সেক্ষেত্রে আমরা দাম নিয়ে বেশ খুশি।
সবজির বাজার এখন নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। সাধারণ বা মধ্যবিত্তের দ্বারা এ বাজারে কেনাকাটা করা সম্ভব না। সবজির তুলনায় তেল, মসলাসহ সবকিছুর দাম বেশি আকারে বেড়েছে। এ কারণে আমাদের আরও বেশি সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বাজারে আসা ক্রেতারা।
তবে ব্যবসায়ীরা বলেছেন, বর্তমানে বাজারে যে সবজি বিক্রি হচ্ছে তার বীজ বোনা ও চারা রোপণের সময় বৃষ্টি হওয়ায় নষ্ট হয়ে যায় অধিকাংশ ক্ষেত। ফলে সবজির উৎপাদন হয়েছে কম। মাসের শেষে নতুন সবজি বাজারে উঠলে দাম কমবে।