কোস্টারিকার জাতীয় কফি ইনস্টিটিউট আইক্যাফের দেওয়া তথ্যে জানা যাই ,উৎপাদনে ক্ষুদ্র হলেও মানসম্পন্ন কফির জন্য বিশ্ববাজারে খ্যাতি রয়েছে কোস্টারিকার। অক্টোবরে দেশটির কফি রফতানিতে ধস নেমেছে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি কমেছে ২৯ দশমিক ৬ শতাংশ। কফির বাগান সংস্কার ও পরিচর্যা কর্মসূচির কারণে ওই মাসে উৎপাদন কমে যায়। সংকুচিত হয়ে পড়ে সরবরাহ। মূলত এ কারণেই রফতানি কমেছে।
প্রতিষ্ঠানটির তথ্য বলছে, গত মাসে কফি সংগ্রহ মৌসুম ২০২১-২২ শুরু হয়। মৌসুমের প্রথম মাসেই কোস্টারিকা ১২ হাজার ২৬৩ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি করে। ২০১৯ সালের পর এটিই সর্বনিম্ন রফতানি।
আইক্যাফের পরিচালক জিনিয়া শ্যাভস বলেন, আমাদের সরবরাহের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। কারণ আগের মৌসুমের সব কফিই রফতানি সম্পন্ন হয়েছে। নতুন মৌসুমে এখনো রফতানি বাড়ার সময় আসেনি।