বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সোমবার (০১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অভিযোগ করেছেন নিত্য পণ্যের দাম লাঘামহীন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিনিসপত্রের দাম বাড়বে, উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করা হচ্ছে, পাচারকৃত টাকা বাংলাদেশের টাকা। এখন বিদেশ থেকে টাকা ধার করে আনছে, সেই ধারের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে সরকার।
ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সিন্ডিকেটের কারণেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।