সবজির দাম নিয়ন্ত্রণে আসতে আরও এক মাস সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।নাটোরের বাজারগুলোতে প্রতিদিনই শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে। তবে এখনও কমেনি দাম। ভালো দর পেয়ে কৃষকদের মুখে হাসি ফুটেছে।
সবজির দাম নিয়ে খুশি চাষিরা। তারা বলেছেন, প্রথমে আমরা বাজার ভাল দাম পাই নি। তবে বর্তমানে বাজার ভাল। সরকার যদি সঠিকভাবে তদারকি করে, তাহলে আমাদের জন্য ভাল হবে।
পালংশাক চাষ করেছি। ফলন ভালো হচ্ছে। লাভও ভাল হচ্ছে। এভাবে যদি দাম থাকে তাহলে আমাদের সামনের দিনগুলো ভাল যাবে বলে জানিয়েছেন আরেকজন সবজি চাষি।
নাটোর শহরের বৃহত্তম পাইকারি সবজির বাজার বড় স্টেশন বাজারে প্রতিদিনই বাড়ছে শীতকালীন বিভিন্ন সবজির সরবরাহ। ভোরের আলো ফুটতে না ফুটতেই ফুলকপি, শিম, মূলা, বরবটি, পেঁপে, টমেটোসহ বিভিন্ন সবজি নিয়ে আসেন চাষিরা। দুই সপ্তাহ ধরে বাজারে এসব সবজির সরবরাহ বাড়তে থাকলেও সেই তুলনায় কমেনি দাম। ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন সবজি চাষিরা।
নাটোরের পাইকারি বাজারে ফুলকপি ৬৫ থেকে ৭০ টাকা, পাতাকপি ৩৫ থেকে ৪০ টাকা, বেগুন ৩৮ থেকে ৪০ টাকা, মূলা ৩০ থেকে ৩৫ টাকা, শিম ১২০ থেকে ১৩০ টাকা, বরবটি ৫৫ থেকে ৬০ টাকা, পেঁপে ১৫ থেকে ২০ টাকা এবং লাউ (প্রতি পিস) ২২ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।