বুধবার (২৭ অক্টোবর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন,দেশে কিছু ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হচ্ছে। কিন্তু কোনোভাবেই এর অপব্যবহার হওয়া উচিত নয়। আইনটির অপব্যবহার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপর থাকা উচিত।
২০২১ সালের মধ্যেই দেশে ফাইভজি নেটওয়ার্ক পরীক্ষামূলকভাবে চালু হবে। ২০২২ সালে এর সম্প্রসারণ করা হবে।
কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাসের জন্য ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম দায়ী নয়। এটি মানসিকতার বিষয়। তবে, বাংলাদেশের বিষয়গুলো অনুধাবন করে ফেসবুক পরিচালনার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে চাপ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে ফেসবুক নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে জানান মন্ত্রী।
Discussion about this post