লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, ডেলটা লাইফ, বিএটিবিসি, স্কয়ার ফার্মা, আইএফআইসি, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, এনআরবিসি ব্যাংক, সাইফ পাওয়ার ও লঙ্কা বাংলা ফাইন্যান্স।
গেলো কয়েকদিন ধরে পুঁজিবাজারে দরপতন হয়েই চলেছে। রোববার (২৪ অক্টোবর) সূচক ৭০ পয়েন্ট হ্রাস পেয়েছিল। তবে গত বৃহস্পতিবার সূচক কিছুটা বেড়েছিল। পূর্বে সাত দিন টানা দরপতনের ফলসরূপ সূচকটি হারায় ২৮৪ পয়েন্ট।
ডিএসইতে সোমবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে ৬১০ কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩২ টির, হ্রাস পেয়েছে ৩২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।
দেশের পুঁজিবাজারের সূচকে বড় পতন দেখা যাচ্ছে। সোমবার (২৫ অক্টোবর) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স হ্রাস পেয়েছে ১২০ পয়েন্ট।
এদিকে সিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২৮ টির, হ্রাস পেয়েছে ১৭১ টির, অপরিবর্তিত রয়েছে ১২ টির।