২০১৩ সালে ভারত থেকে বিদ্যুৎ আমদানির মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের আন্তঃদেশীয় বিদ্যুৎ কূটনীতি। এরপর নেপাল ও ভুটান থেকে পানিবিদ্যুৎ আনতে কয়েক বছরের আলোচনার পর সমঝোতা হলেও এখনও তা বাস্তবে রূপ নেয়নি।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, দৈনিক ৭০০ মেগাওয়াট করে বিদ্যুৎ আমদানি করতে দুই মাসের মধ্যে নেপালের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়নে ধীরগতির কথা স্বীকার করলেও এর দায় চাপালেন কোভিড পরিস্থিতির ওপর। তবে এ সমস্যা শিগগিরই কাটিয়ে ওঠার আশ্বাস দিলেন তিনি।
শনিবার (২৩ অক্টোবর) রাজধানীতে এক অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানালেন, মাস দু’য়েকের মধ্যেই হতে যাচ্ছে নেপালের সঙ্গে চূড়ান্ত চুক্তি। দিনে বিদ্যুৎ মিলবে ৭০০ মেগাওয়াট পর্যন্ত।
তিনি বলেন, আমাদের পিজিসিবি’র কয়েকটা বিষয় আছে, সেগুলো হয়ে গেলে আশা করি আগামী এক থেকে দুই মাসের মধ্যেই এই চুক্তি সম্পন্ন হবে।
এদিকে, বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সঞ্চালন ব্যবস্থার উন্নতি কতটা তাল মিলিয়ে চলছে, তা নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই। মেগা প্রকল্প এক হাজার ৩২০ মেগাওয়াট পায়রা বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি প্রস্তুত থাকলেও সক্ষমতার অর্ধেক বিদ্যুৎ মিলছে কেবল সঞ্চালন সীমাবদ্ধতার কারণে।