বন্দরসংশ্লিষ্টরা বলছেন, দেশের বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। পূজার ছুটি শুরু হওয়ার আগে বন্দর দিয়ে ব্যাপক পেঁয়াজ আমদানি হয়েছে। এ কারণে দাম কমেছে।
জানা যায়, পাঁচদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ খুচরা বাজারে ৪৮-৫০ টাকা দরে বিক্রি হয়েছিল। বর্তমানে পণ্যটির দাম কমে ৪২-৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম কমায় খুশি ক্রেতারা। পেঁয়াজের দাম স্বাভাবিক রাখার জোর দাবি জানিয়েছেন তারা।
বিক্রেতারা বলেন, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধের ঘোষণা দেন ব্যবসায়ীরা। আমদানি-রফতানি বন্ধের আগের দিন বন্দর দিয়ে ৪২টি ট্রাকে ১ হাজার ১৪৪ টন পেঁয়াজ আমদানি করা হয়।
তারা আরো বলেন,স্থানীয় পেঁয়াজ আমদানিকারকদের গুদামে এখনো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের মজুদ রয়েছে। কিন্তু বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকার কারণে যে পরিমাণ চাহিদা থাকার কথা, সে পরিমাণ চাহিদা নেই। ক্রেতা না থাকায় পেঁয়াজের বিক্রি তেমন নেই। এর ওপর অতিরিক্ত গরমের কারণে পেঁয়াজ পচে নষ্ট হওয়ায় আড়তগুলোতে দাম কমেছে। আমরা আগের চেয়ে কম দামে পাচ্ছি বিধায় কম দামে বিক্রি করছি। এছাড়া কিছু পেঁয়াজ পচে নষ্ট হওয়ায় গুদামে সেগুলো ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।