ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে দিশেহারা ক্রেতারা।তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে শুল্ক কমানোয় পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে।
গত সপ্তাহে পেঁয়াজের মূল্য ছিলো ৭৫ থেকে ৮০ টাকা কেজি বর্তমানে কিছুটা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা। গতকালও পেঁয়াজের কেজি ৭৫ টাকা বিক্রি হতে দেখা যায়।
বিভিন্ন বাজার ঘুরে বাজার মূল্য জানা গিয়েছে , প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা, প্রতি কেজি বেগুন ৬০-৭০, মিষ্টিকুমড়া প্রতিটি ৪০, চালকুমড়া প্রতি পিস ৪০, শিম ১২০, পটোল ৪০-৫০, ঢেঁড়স ৬০, গাজর ১৬০, মুলা ৬০, টমেটো ১৬০, চিচিঙ্গা ৬০, করলা ৬০, কাঁচামরিচ ১৮০-২০০, লাউ ৫০-৬০, শসা ৬০, আলু ২৫, দেশী পেঁয়াজ ৭০, আদা ১৪০ ও রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। বরবটির কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজার ঘুরে দেখা যায়, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৮০ টাকা। মৃগেল মাছের কেজি ২৫০ থেকে ৩৫০ টাকা, তেলাপিয়া ১৬০ থেকে ১৮০ টাকা, পাবদা ৪৫০ থেকে ৬০০ টাকা আর পাঙাশ মাছ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকা কেজি দরে।
ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৮৫ থেকে ১৯০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৭৫ থেকে ১৮০ টাকা। দুই সপ্তাহ আগে ব্রয়লার মুরগির দাম ছিল ১৬৫ থেকে ১৭০ টাকা।
শুরুর দিকে ২১০ থেকে ২৩০ টাকা কেজি বিক্রি হওয়া সোনালি মুরগির দাম কয়েক দফা বেড়ে এখন ৩৩০ থেকে ৩৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এ মুরগির কেজি ছিল ৩২০ থেকে ৩৪০ টাকা এবং দুই সপ্তাহ আগে বিক্রি হয় ৩০০ থেকে ৩২০ টাকা কেজি। ব্রয়লার ও সোনালি মুরগির দাম দফায় দফায় বাড়লেও অনেকটা স্থিতিশীল রয়েছে লাল লেয়ার মুরগির দাম।