বাঘ ভেবে ভুল করতে পারেন যে কেউ তিন মণ ওজনের ডোরাকাটা এই ছাগলটিকে। যমুনা পাড়ি জাতের বাঘাকৃতির এ ছাগলটি দেখা পাওয়া যাবে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের হরিনমারী গ্রামে ‘সেভ গট’ নামে খামারে।
যার ওজন ১২০ কেজি এবং উচ্চতা প্রায় চার ফুট। এখানে আরো রয়েছে ৮০ কেজি ওজন ও তিন ফুট উচ্চতার হরিয়ানা, একই ওজন-উচ্চতার তোঁতাপাড়ি ছাড়াও বয়ার ও ব্ল্যাক বেঙ্গলসহ নানা জাতের ছাগল।
প্রজননের কাজে ব্যবহৃত হয়ে থাকে বিশাল আকৃতির এই ছাগলটির।এক লাখ বিশ হাজার টাকা এর বাজার মূল্য। প্রতিদিনের খাবারের তালিকায় রয়েছে এক কেজি ছোলা, ভুষি আধা কেজি ও পাঁচ কেজি কাচা ঘাস।
রেজাউল করিম রতন জানান, এসএসসি পাশ করার পর আর লেখাপড়া চালানো সম্ভব হয়নি। জীবিকার সন্ধানে মুদি দোকান-ফলের দোকান করেও সফলতা মেলেনি। এর আগে গার্মেন্টসে কাজ করেও ব্যর্থ হয়েছেন তিনি। শেষে ছাগল পালন করে দিনবদলের স্বপ্ন দেখছেন। ছোট ভাই রহমাতুল্লাহ আল আমিন লিটুর অর্থায়নে ২০১৮ সালে যাত্রা শুরু করে দেশি-বিদেশি ছাগলের খামারটি।
Discussion about this post