বর্তমানে পেঁয়াজ মজুদ আছে তিন মাসের যার পরিমান পাঁচ লাখ টন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন , এই পেঁয়াজ দিয়ে তিন থেকে আড়াই মাস মাস চলতে পারবেন।
তিনি আরো জানান ” আমরা চেষ্টার কোনো ত্রুটি করবো না। আমরা চেষ্টা করবো যাতে পেঁয়াজের দাম সহনীয় রাখা যায়।”
সোমবার (১১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে আয়োজিত সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা জানান।
এ সময় উপস্থিত ছিলনা বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মফিজুর রহমান, ট্যারিফ কমিশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
Discussion about this post