গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগিতে ১০ টাকা দাম বেড়েছে ,মূল্য বৃদ্ধি পেয়েছে ডিমের হালিতে ২ টাকা করে। তাছাড়া পেঁয়াজ,তেল,সবজি সহ নিত্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।
রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে জানা গেছে গত এক সপ্তাহে দাম বেড়েছে এমন পণ্যের তালিকায় রয়েছে, সয়াবিন তেল, পামঅয়েল ও দেশি পেঁয়াজ। তবে দাম কমেছে চিনি ও সরু চালের।
খুচরা বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয় ১৫০ থেকে ১৫৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৪০ থেকে ১৪৫ টাকা। আর প্রতি হালি ফার্মের লাল ডিম ৩৭ থেকে ৩৮ টাকায় বিক্রি হতে দেখা যায়, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩৫ থেকে ৩৬ টাকায়।
Discussion about this post