বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ক্রীড়া সংগঠক, ভাইকিংস ক্লাবের সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশনের আজীবন সদস্য ও এনএইচ গ্রুপের চেয়ারম্যান নওশাদ হোসেন সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ এর চট্টগ্রাম জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
সংঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এডভোকেট শুভাশীষ সমদ্দারের অনুমোদনে চট্টগ্রাম জেলা কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা।
আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ত ব্যবসায়ী নওশাদ হোসেন দীর্ঘদিন ধরে নানা সমাজসেবামূলক কাজ করে আসছেন। করোনা মহামারীর শুরুর দিকে তিনি মানবসেবায় নিজেকে মেলে ধরেছিলেন। ওই সময় অসহায় দরিদ্রদের পাশে ত্রাণ নিয়ে যেমন ছুটে গিয়েছেন তেমনি করোনা যোদ্ধা পুলিশ বাহিনীর সদস্যদের মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেছেন। এছাড়া নিজ উদ্যোগে সিএমপি, ডিআইজি অফিস ও ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে জীবানুনাশক বুথ স্থাপন করেছিলেন। বর্তমানেও তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন।
জানতে চাইলে নওশাদ হোসেন বলেন, সিবিআইএফ এর চট্টগ্রাম জেলা কমিটিতে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়ে আমি উৎফুল্ল। আশা করি, বাংলাদেশ ভারতের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান এ সংগঠনের মাধ্যমে তা আরো ত্বরান্বিত হবে। আমি আমার সর্বোচ্চ দিয়ে এ কমিটিতে কাজ করে যাবো।