ভারতের বাজারে দাম বেড়ে যাওয়ায় আমদানীকৃত পেঁয়াজের দাম তিনদিনের ব্যবধানে পাইকারিতে কেজিপ্রতি ১১ টাকা বেড়েছে ।
পিঁয়াজ কিনতে আসা পাইকার বলছেন ” গত বৃহস্পতিবার বন্দর থেকে পেঁয়াজ ক্রয় করে নিয়ে গেলাম ৩৫ টাকা কেজি দরে। বন্দরে পেঁয়াজ কিনতে এসে দাম শুনে হতবাক হয়ে গেছি। ৪৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। বন্দরে যে দাম চাচ্ছে, মোকামে সে দামে তো বিক্রি করতে পারব না। পেঁয়াজ ক্রয় করে আমাদের লোকসান গুনতে হবে।”
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ীরা বলেন,” ভারতের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যার কারণে পেঁয়াজের ক্ষেত নষ্ট হয়েছে। উৎপাদন ব্যাহত হওয়ায় সরবরাহ কমে ভারতের বাজারেই পেঁয়াজের দাম বাড়তির দিকে রয়েছে। এছাড়া পূজার কারণে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে কৃষকরা ক্ষেত থেকে পেঁয়াজ ওঠানো কমিয়ে দিয়েছেন। মোকামগুলোতে লোডিং কমে গেছে। ”
সর্বশেষে বন্দরসংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হয়েছিল ৩৫ টাকা কেজি দরে। রোববার বন্দরে এসব পেঁয়াজ বিক্রি হয় ৪৫ টাকা কেজি দরে। গতকাল দাম আরো ১ টাকা বেড়ে যায়।