দেশে যখন করোনাভাইরাসের প্রকোপ শুরু হয়, তখন থেকে পরিবার, শিশু ও নিজেদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে অনেক নারী কর্মী ব্যাংকের চাকরি ছেড়ে দেন। তবে করোনার ভয় কাটতে থাকায় আবার ব্যাংকগুলোতে শুরু হয়েছে নারী কর্মী নিয়োগ। অবশ্য নারী কর্মীই নন, সব ধরনের কর্মীই আবার নিয়োগ দিতে শুরু করেছে ব্যাংকগুলো।
গত ছয় মাসের বেশি সময়ে প্রায় প্রতিটি ব্যাংক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর ফলে ব্যাংকে কর্মীর সংখ্যা বাড়ছে। তবে পুরুষের তুলনায় নারী কর্মীর সংখ্যা দিন দিন কমছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা–কর্মচারীদের তথ্য নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত লিঙ্গসমতাবিষয়ক একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ব্যাংকগুলোতে মোট নারী কর্মীর ৮ দশমিক ৩৮ শতাংশের বয়স ৫০ বছরের বেশি। আর ৩০ বছরের কম বয়সী নারী কর্মীর হার ২২ দশমিক ১১ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বিদেশি ব্যাংকগুলোতে দিন দিন নারী কর্মী কমছে। ২০১৯ সালের ডিসেম্বরে যেখানে বিদেশি ব্যাংকগুলোতে নারী কর্মী ছিল ১ হাজার ৯৪ জন, সেখানে ২০২০ সালের জুনে তা কমে ৯৭৮ জন এবং ডিসেম্বরে ৯৪৮ জনে নেমে আসে। আর এ বছরের জুনে আরও কমে হয় ৯৪০ জন।
তবে সার্বিকভাবে ২০১৯ সালের ডিসেম্বরে ব্যাংক খাতে নারী কর্মী ছিল ২৮ হাজার ৪৮০ জন, যা ২০২০ সালের জুনে কমে ২৮ হাজার ৭৮ জন হয়। ওই বছরের ডিসেম্বরে নারী কর্মী কিছুটা বেড়ে হয় ২৮ হাজার ৩৭৮ জন, যা এ বছরের জুনে আরও বেড়ে হয় ২৯ হাজার ৫১৩ জন।