ভেঙে পড়ার মুখে আফগানিস্তানের ব্যাংকিং ব্যবস্থা। দেশটির ইসলামিক ব্যাংক অফ আফগানিস্তানের প্রধান নির্বাহী সৈয়দ মুসা কালিম আল-ফালাহি বলেন, গ্রাহকেরা আতঙ্কিত হওয়ায় দেশের আর্থিকব্যবস্থা একরকম ‘অস্তিত্বের সংকটের’ কবলে পড়েছে।
সৈয়দ মুসা কালিম আল-ফালাহি এখন দুবাইয়ে অবস্থান করছেন। সেখান থেকে বিবিসি অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই মুহূর্তে ব্যাপকভাবে অর্থ উত্তোলন করা হচ্ছে। তিনি বলেন, শুধু অর্থই তোলা হচ্ছে, অধিকাংশ ব্যাংকই কাজ করছে না এবং সম্পূর্ণ সেবা দিচ্ছে না।
আগস্টের ১৫ তারিখে তালেবানের নিয়ন্ত্রণ নেওয়ার আগে থেকেই আফগানিস্তানের অর্থনীতি নড়বড়ে অবস্থায় ছিল। এটি বৈদেশিক সাহায্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশ্বব্যাংকের তথ্যমতে, দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৪০ শতাংশই আন্তর্জাতিক সাহায্য থেকে আসে। এর মধ্যে তালেবান দখলের পর থেকে পশ্চিমারা আন্তর্জাতিক তহবিল বন্ধ করে দিয়েছে। এর মধ্যে আফগানিস্তানে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে যে তহবিল যাওয়ার কথা ছিল, তা–ও আটকে রাখা হয়েছে। আল–ফালাহি বলেন, এ কারণে তালেবান আর্থিক সহায়তার অন্য উৎস খুঁজছে। এ ক্ষেত্রে তারা চীন, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশকে পাবে বলে মনে করা হচ্ছে।