সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ শেয়ারবাজারে। তবে সূচক বাড়লেও লেনদেন কমেছে দুই শেয়ারবাজারেই। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৫১ পয়েন্টে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সিএসই সার্বিক সূচক ১৬ পয়েন্ট বেড়ে ২১ হাজার ১৪৮ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে আজ ১ হাজার ৯৮০ কোটি ৮৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ২৭৬ কোটি ৪২ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে লেনদেন হয় ২ হাজার ২৫৭ কোটি ২৯ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১ টির, দর কমেছে ২০২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, ওরিয়ন ফার্মা, জিপিএইচ ইস্পাত, বেক্সিমকো, সাইফ পাওয়ার, এসএস স্টিল, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ও অ্যাকটিভ ফাইন।
দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড, ফু-ওয়াং সিরামিকস লিমিটেড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, সেন্ট্রাল ফার্মা, মতিন স্পিনিং, প্রাইম ফাইন্যান্স, অ্যাকটিভ ফাইন, সাইফ পাওয়ারটেক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও মেঘনা সিমেন্ট লিমিটেড।
Discussion about this post