বৈঠকে সৌদি বাদশাহ ও যুবরাজের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন সালমান এফ রহমান। এ সময় তিনি বলেন, বাংলাদেশ চায় আগামী দিনে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়বে। বাংলাদেশে উল্লেখযোগ্য খাতে বিনিয়োগ করতে সৌদি আরব এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ভার্চ্যুয়াল সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশ থেকে বর্তমানে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, হিমায়িত মাছ ও ওষুধ আমদানি করে থাকে সৌদি আরব। বর্তমানে সৌদি আরব ও বাংলাদেশর মধ্যে ১৩০ কোটি ডলারের বাণিজ্য হয়ে থাকে। বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে দুই দেশের বাণিজ্য-অসমতা দূর করা যেতে পারে বলে উল্লেখ করেন তিনি।
বৈঠকে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) আওতায় বাংলাদেশে বিনিয়োগ করতে দেশটির বাণিজ্যমন্ত্রীকে অনুরোধ জানান সালমান এফ রহমান। এ সময় সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ইতিবাচক মত দেন। এ তহবিলের আওতায় ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন নির্মাণ এবং কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিনিয়োগের আহ্বান জানান।